
উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি :
নড়াইলে ২৪০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, নড়াইলের কালিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলরের বাসার সামনে থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো-ছোট কালিয়ার টুকু শেখের ছেলে হৃদয় শেখ (২১) এবং চাঁদপুর এলাকার রবিউল শেখের ছেলে শুভ শেখ (১৯)। এ সময় ২৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা বেচাকেনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী। স্থানীয়রা জানান, হৃদয় শেখ নড়াইলের কালিয়া থানা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রানা শেখের চাচাতো ভাই। দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ জুন) রাত আড়াইটার দিকে ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, নড়াইল জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদক দমনে আমরা সর্বদা তৎপর। গোপন সংবাদ সংগ্রহ ও অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ীদের আটক করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সেই সাথে তিনি নড়াইলবাসীকে মাদক ও মাদকব্যবসায়ীদের সান্নিধ্য থেকে দূরে থাকার আহ্বান জানান।