
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■
বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে‘নড়াইলের মল্লিকপুর ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলন-২০১৬ সম্পন্ন হয়েছে। উপলক্ষে গত কাল শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন জাপার সভাপতি আলহাজ্ব এলাহী মোল্যা। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্যর ভিতিতে জানা যায়‘ হেমায়েত হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাপা’র সভাপতি শরীফ মনির হোসেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাপা’র সাধারন সম্পাদক এ্যাড: খন্দকার ফায়েকুজ্জামান (ফিরোজ), অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাপার সহ সম্পাদক বদরুল ইসলাম, জেলা জাপা ছাত্র সমাজের সভাপতি বদিয়ার রহমান, যুবসংহতির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুক্ত, উপজেলা জাপা’র সদস্য সচিব আলমগীর হোসেন, যুবসংহতি সভাপতি আবুল হাসান চঞ্চল প্রমূখ। অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করার লক্ষে সকলকে একযোগে কাজ করতে হবে। সন্ধ্যার পরে হেমায়েত হোসেনকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ মল্লিকপুর ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়। ।