
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি :
নড়াইলে ভারতীয় নিষিদ্ধঘোষিত ৬০ বোতল ফেন্সিডিলসহ মমতাজ বেগম (৪০) নামে এক মহিলাকে মাদকপাচারকারীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।। পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইলের শালনগর ইউপির মন্ডলবাগ গ্রামের জাকির শেখের স্ত্রী মমতাজ বেগম ভ্যানযোগে নিজ গ্রামে যাবার পথে নড়াইল লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই সঞ্জিত জোয়াদ্দারসহ সঙ্গীয় পুলিশ তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় দেহ ও ব্যাগ তল্লাশি করেন। এসময় তার শরীরে বেঁধে রাখা ও ব্যাগে রাখা ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, নড়াইলের শালনগর ইউপির মন্ডলবাগ গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৬০ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে আটক করে। তিনি আরও জানান, নড়াইল জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ বিশেষ হিসেবে তাকে আটক করা হয়।