নয়া আলো ডেস্কঃ- নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে (৪৭) প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
নড়াইল ইউপি চেয়ারম্যান পলাশকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা লতিফুর রহমান পলাশ দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের গোলাম রসুলের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক। লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, সন্ত্রাসীরা লতিফুর রহমান পলাশকে লোকজনের সামনে গুলি করে ও কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।