উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:- ৩৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫ জন শিক্ষা নবিশ সহকারি পুলিশ সুপার নড়াইলে শিক্ষা সফরে আসেন। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকেই নড়াইল পুলিশের মধ্যে ছিল সাজ সাজ রব। নড়াইলে কর্মরত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সরদার রকিবুল ইসলাম আবারও প্রমাণ করলেন তিনি একজন অতিথি পরায়ন লোক। ১৫ জন শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার নড়াইলে কর্মরত পুলিশ সুপারের আতিথেয়তায় মুগ্ধ হয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামের উদ্যোগে তাঁর সরকারি বাসভবনে ৩৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ কর্মকর্তাদের নড়াইল জেলায় শিক্ষা সফর উপলক্ষে ব্রিফিং, নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন। ব্রিফিং চলাকালে পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু- একথা আপনাদের কর্মের দ্বারা প্রমাণিত করতে হবে। কর্মজীবনে পুলিশের সুনাম অক্ষুন্ন রেখে পথচলার উদাত্ত আহ্বানও জানান। এছাড়াও জঙ্গি, মাদক ও সন্ত্রাসের সাথে আপোষহীনভাবে কাজ করার জন্যও নির্দেশনা প্রদান করেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ৩৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫ জন শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপাররা বরেণ্য চিত্রশিল্পী এস.এস সুলতানের বাড়ি, বাঁধাঘাটসহ নড়াইলের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এদিকে শিক্ষানবিশ এ সকল পুলিশ কর্মকর্তাদের নড়াইলে শিক্ষা সফরে আসাকে কেন্দ্র করে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাব তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা জানান, তাঁদের কর্মজীবনের শুরুতে এ পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। কারণ শিক্ষা সফরের আলোকে অনেক জ্ঞান অর্জন করা সম্ভব। বেলা ৩টায় তাঁদের ১৫ জন শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার যশোরের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে।