পঞ্চগড় জেলা প্রতিনিধি:- পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে শুরু হওয়া ঐতিহ্যবাহী বারুনী স্নানোৎসব আজ সূর্যাস্ত সময় শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে তিন দিনব্যাপী এই স্নানোৎসব শনিবার সূর্যাস্ত পর্যন্ত চলে।
প্রতিবছরের মতো এবারো বোদা উপজেলা প্রশাসন, স্থানীয় গঙ্গা মন্দির কমিটি ও বারুনী স্নান উৎসব উপলক্ষে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বারুনী মেলার আয়োজন করে।
করতোয়া নদীতে সনাতন ধর্মালম্বীর লক্ষাধিক মানুষ পূণ্য লাভের আশায় স্নান শুরু করে। পঞ্চগড়সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মালম্বী নারী পুরুষ এখানে স্নানের জন্য একত্রিত হয়। লাখো সনাতন ধর্মালম্বী ও সাধু সন্ন্যাসীর ঢল নামে করতোয়ায়। যুগ যুগ ধরে পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী এলাকায় করতোয়া নদীর উত্তর স্রোতে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি উপলক্ষে স্নানোৎসব পালন করে আসছে সনাতন ধর্মালম্বীরা।