
বিনামূল্যে লার্নিং এন্ড আর্নিং ডেভেলমেন্ট প্রশিক্ষণের অবহিতকরণ সভা গত ১৫ মার্চ পঞ্চগড় জেলা প্রশাসকের দরবার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এই অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পঞ্চগড় জেলা প্রশাসক, সাবিনা ইয়াসমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সহকারি পুলিশ সুপার মো: নাইমুল হাসান। লার্নিং এন্ড আর্নিং সংগঠনের আয়োজনে বাংলাদেশ সরকারের অর্থায়নে বিনামূল্যে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারি জেলার এইচএসসি ও সমমানের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলামেন্ট ও ডিজিটাল মার্কেটিং বিষয়ক ৫০ দিনব্যাপি এই প্রশিক্ষণ বিভিন্ন ভ্যানুতে পরিচালিত হবে। সভায় অংশগ্রহণকারীদের সাথে মত বিনিময়কালে আয়োজকরা জানান, প্রতি ব্যাচে ২৫-৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করতে পারবে, অংশগ্রহণকারিদের নিজস্ব ল্যাপটপ থাকতে হবে। লার্নিং এন্ড আর্নিং ডেভেলমেন্ডের নিজম্ব ওয়েব সাইড ‘যঃঃঢ়ং://ষবফঢ়.রপঃফ.মড়া.নফ/ৎবমরংঃৎধঃরড়হ’ এতে রেজিস্টেশন, প্রশিক্ষণসহ বিস্তারিত তথ্যাদি জানা যাবে।