
পঞ্চগড় প্রতিনিধি:
সারা দেশের ন্যায় পঞ্চগড়েও ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার নতুন চাকলাহাট নূরানী হাফেজী মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো. নুর হাসান। এ সময় উপস্থিত ছিলেন ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের পঞ্চগড় জেলা শাখার সহ সভাপতি মোছা. মুক্তা খানম বকুল, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক পবিত্র কুমার, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক মজিন রায়, দপ্তর সম্পাদক গোলাপ রায় প্রমূখ।
মো. নুর হাসান