পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে । এ উপলক্ষ্যে সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে শেষ হয়।
শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গোলাম আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আলিম খান ওয়ারেশী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়সহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা অংশ নেয়।
শোভাযাত্রা শেষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রকল্প পরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার। উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আমানুল্লাহ বাচ্চু, প্রধানমন্ত্রী কার্যালয়ের এটু আই প্রকল্পের জনপ্রেক্ষিত কর্মকর্তা নাঈমুজ্জামান মুক্তা, সহকারি পুলিশ সুপার এবিএম শাহীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আলীম খান ওয়ারেসি, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) গোলাম আযম প্রমুখ।
তিন দিন ব্যাপী এ মেলায় সরকারী বেসরকারী সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ৫১ টি স্টল তাদের উদ্ভাবনী প্রদর্শন করে।