নুর হাসান, পঞ্চগড় জেলা প্রতিনিধি:- পঞ্চগড়ে মাদক, দুর্নীতি, বাল্যবিবাহ, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মার্চ) সকালে পঞ্চগড় উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানে আয়োজন করে পঞ্চগড়বাসী নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ।
অনুষ্ঠানে মাদক, দুর্নীতি, বাল্যবিবাহ, জুয়া ও ইভটিজিং কে লাল কার্ড দেখিয়ে শপথ নেয় ওই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান পঞ্চগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।
এ সময় পঞ্চগড়বাসী সংগঠনের আহবায়ক মুহাম্মদ রনি মিয়াজীর সভাপতিত্বে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিবিসি ও কালের কন্ঠের পঞ্চগড় প্রতিনিধি মো. লুৎফর রহমান, সংগঠনের সদস্য মো. আনিসুর রহমান, মো. রাব্বি ইমন, মো. আরিফ হোসেন, মো. আবু সুফিয়ান, মো. সাইদুল, শান্ত প্রমুখ।