
নুর হাসান, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
শৈত্যপ্রবাহে খেটে খাওয়া মানুষগুলোর টিকে থাকার সংগ্রাম যেন আরো থেমে যাচ্ছে। এমন এক পরিস্থিতিতে শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান স্বপন।
আজ রবিবার (১৪ জানুয়ারি) পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে কম্বল ও শিশুদের মাঝে সোয়েটার বিতরণ করেন।
আনিসুজ্জামান স্বপন বলেন, আওয়ামীলীগ সব সময় অসহায় ও সাধারণ মানুষের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোকে আমরা দায়িত্ব মনে করি। বর্তমানে দেশে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। এতে আমাদের পঞ্চগড়ের মানুষ তীব্র শীতে নিদারুণ কষ্ট ভোগ করছে। তাই আমরা সব সময় চেষ্টা করি মানুষের পাশে থাকতে।
বিতরণকালে উপস্থিত ছিলেন, চাকলাহাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. আব্দুল কুদ্দুস প্রামানিক, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান বুলেট, চাকলাহাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. অলিউল্লাহ, সহ সম্পাদক মো. শাহ আলম মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড চাকলাহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান প্রামানিক, মো. আব্দুর রহিম বাবু, মো. আল মামুন, মো. সুমন প্রমুখ।