মারুফ সরকার,মিরপুর থেকে:- বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট (বিএনসিপি) ঢাকা প্রদেশের উদ্যোগে শনিবার সকাল ৯ ঘটিকায় মিরপুরের আরামবাগ ৭ নং রোডে পত শিশুদের নিয়ে কেক কাটা,মঙ্গল শোভাযাত্রা, খাওয়া -দাওয়া এবং বর্ষবরন অনুষ্টান উদযাপন করা হয় । শুভ উদ্ভোধন করেন বিএনসিপির কেন্দ্রীয় পরাষ্টমন্ত্রী গোলাম কিবরিয়া ইফছয়ণ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিপি ঢাকা প্রদেশের প্রধান নির্বাচন কমিশনার কে জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্ঠা ড. রেবেকা জামান, এএসপি মোঃ ইয়াসিন আলী, সাখাওয়াত হোসেন, বিএনসিপি সিরাজগঞ্জ প্রদেশের আইসিটি মন্ত্রী আলিম-উল-রাজী সিয়াম। বিএনসিপি ঢাকা প্রদেশের মূখ্যমন্ত্রী কৌশিক কুমার গুহর সভাপতিত্বে এবং বিএনসিপি ঢাকা প্রদেশের অর্থমন্ত্রী ফজলে রাব্বি সুজয় এর পরিচলনায় আরো উপস্থিত ছিলেন বিএনসিপি ঢাকা প্রদেশের শিশু সংসদ সদস্য শান্ত,তুষার, শাকিব, বিএনসিপি সিরাজগঞ্জ প্রদেশের শিশু সাংসদ দ্বীন মোঃ সাব্বির এবং কিশোর গোয়েন্দা ম্যাগাজিন থেকে মোঃ রিফাত আফনান, সোহেল হোসেনসহ বিএনসিপির অন্যান শুভাকাংঙ্গিবৃন্দ।