
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
এক শ্রেনীর অসাধু মাছ ব্যবসায়ীদের ছত্রছায়ায় রাজশাহীর চারঘাট উপজেলার কিছু অসাধু জেলেরা অতিরিক্ত মুনাফা অর্জনের লোভে পদ্মা নদী থেকে অবৈধভাবে মা ইলিশ মাছ নিধন করছে। এই মা ইলিশ মাছ নিধনে তারা ব্যাবহার করছে আমদানী নিষিদ্ধ কারেন্ট জালসহ রাক্ষুসে জাল। তবে এভাবে মা ইলিশ মাছ নিধনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসনসহ উপজেলা মৎস্য অফিস।
সংশ্লিষ্ট সূত্রে জানান, কিছু অসাধু জেলেরা অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষ্যে নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে পদ্মা নদীতে আমদানী নিষিদ্ধ কারেন্ট জাল ও রাক্ষুসে জাল দিয়ে পোনা মাছ নিধন করছে। তারা নিয়মনীতির তোয়াক্কা না করে পদ্মা নদীতে এভাবে অবৈধভাবে মাছ নিধনের ফলে নদীতে ইলিশ মাছের সংকট দেখা দিতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সম্প্রতি পদ্মা নদীতে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ কারেন্ট জাল ও জালের সরঞ্জামসহ মা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুস সামাদ বলেন, পদ্মা নদীতে কেউ যেন অবৈধ্যভাবে মা ইলিশ মাছ শিকার করতে না পারে তার ব্যাপারে আমরা সোচ্চার আছি। আমরা পদ্মা নদীতে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছি। সেই সাথে তিনি যারা মা ইলিশ নিধনের সাথে সম্পৃক্ত তাদের ব্যাপারে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগীতার আহ্বান জানিয়েছেন।