বিনোদন ডেস্ক : জসিম উদ্দিন পরিচালিত ‘দি আমেরিকান ড্রিম’ ছবিটিতে অভিনয় করার কথা ছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপির।
কিন্তু শেষ পর্যন্ত পপিকে বাদ দিয়েছেন পরিচালক। তার পরিবর্তে ছবিটিতে অভিনয় করতে দেখা যাচ্ছে সূচনা আজাদ নামে নতুন একজন নায়িকাকে।
পরিচালকের অভিযোগ, পপিকে যে সাইনিং মানি দেওয়া হয়েছিল সেটা এখনো ফেরত দেননি তিনি। এমনকি নির্মাতার সাথে কোনো প্রকার যোগাযোগ করছেন না পপি। এ কারণেই শেষ পর্যন্ত তিনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন।
তিনি পপির নামে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
পপিকে বাদ দেওয়ার কারণ সম্পর্কে নির্মাতা বলেন, ‘শুটিংয়ের আগে পপি ফোন রিসিভ করেননি। ফোন তো দূরে থাক, কোনো প্রকার যোগাযোগই করেননি। পপির বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। পপির সাথে চুক্তিবদ্ধ হওয়ার আগে যেমন কথাবার্তা ছিল তার কোনোটাই পপি রক্ষা করেননি। এদিকে অল্প সময়ের মধ্যে বাংলাদেশের শুটিং শেষ আমেরিকাতে শুটিং শুরু করার জন্য পপিকে বাদ দিয়ে বাধ্য হয়েছি বলতে পারেন।’
লিগ্যাল নোটিশ সম্পর্কে জসিম উদ্দিন বলেন, ‘আমি আইনের বিরুদ্ধে কিছুই করতে চাই না। তাই আইনের উপর শ্রদ্ধা রেখেই পপিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। কারণ আমার কাছ থেকে যে সাইনিং মানি নিয়েছিল সেটা এখনো ফেরত দেয়া হয়নি।’
এ বিষয়ে পপির সাথে সেলফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।