রাজশাহী মহানগরী’র পবায় গাঁজা-সহ মোসাঃ ছবিতা বিবি, নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ) রাতে মহানগরীর পবা থানার রামচন্দ্রপুর এলাকায় গাঁজা বিক্রি করার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মোঃ শামীম হোসেন, এসআই তাজউদ্দীন ও সঙ্গীয় ফোর্স। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার নারী মাদক কারবারী মোসাঃ ছবিতা বিবি (৩০), সে মহানগরীর পবা থানার রামচন্দ্রপুর এলাকার মোঃ ভুট্টুর স্ত্রী।
শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
এ ব্যপারে গ্রেফতার আসামির বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।