মনিরুল ইসলাম মনির : অসামাজিক কার্যকলাপ ও পরকীয়ায় বাঁধা দেয়ায় চাঁদপুরের মতলব উত্তরে শাশুড়িকে খুন করেছে পুত্রবধূ। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে মতলব উত্তরের গজরা ইউনিয়নের পূর্ব রায়েরদিয়া গ্রামে। জানা যায়, সৌদি প্রবাসী ছলেমান প্রধানের স্ত্রী খালেদা আক্তার ডলির (৩৫) সাথে এলাকার এক যুবকের পরকীয়া সম্পর্ক ও অসামাজিক কার্যকলাপ বিষয়টি শাশুড়ি শামসুন্নাহার (৭০) দেখে ফেলেন। এ নিয়ে ইতিপূর্বে বেশ ক’ বার গ্রাম্য সালিশ বৈঠকও হয়। ঘটনার দিন ওই যুবকের সাথে শারীরিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় শাশুড়ি পুত্রবধূ খালেদা আক্তার ডলিকে বাঁধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে পুত্রবধূ ডলি শাশুড়ি শামসুন্নাহার (৭০) কে পুতা দিয়ে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর মজুমদার ঘটনাস্থলে যান এবং ঘাতক পুত্রবধুকে গ্রেফতার করে। পুলিশ নিহত শাশুড়ির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করে। নিহতের কন্যা রেহানা বেগম বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।