লক্ষণের ভেতরে-বাইরে শুধুই মুস্তাফিজ। এক বছর ধরেই তাকে দেখছেন। কিন্তু আইপিএলে একটু কাছ দেখে মুস্তাফিজ সম্পর্কে আরো বেশি ধারণা হয়েছে কিংবদন্তি এই ব্যাটসম্যানের। সানরাইজ হায়দ্রাবাদের ‘এক্স-ফ্যাক্টর’ হিসেবে মুস্তাফিজকে স্বীকৃতি দিতেও কুণ্ঠা করছেন না তিনি।
দলটির মেন্টর লক্ষণ ভারতীয় একটি গণমাধ্যমকে বলেন, ‘মুস্তাফিজ তার দক্ষতাগুলো নিয়ে প্রচুর পরিশ্রম করে। ও যেভাবে ম্যাচের সময় স্কিলের প্রয়োগ করে, তা বিশ্ব ক্রিকেটে হাতেগোনা কয়েকজনই পারে।’
‘ওর আছে বৈচিত্র্য। আর নির্ভুল মাথা। আর সেই দক্ষতাটাকে ভয়াবহ চাপের মুখে কাজে লাগাতে জানতে হয়। প্রতিভা তো অনেকেরই আছে; কিন্তু, চাপে পড়লে ক’জন পারে মুস্তাফিজের মত ওরকম ডেলিভারি দিতে! ও খুবই আত্মবিশ্বাসী। ওর কাজের নীতি অসাধারণ।’
লক্ষণের কণ্ঠ থেকে যেন মুস্তাফিজের নাম সরছেই না। বলে গেলেন, ‘ও দারুণ চটপটে। নিজের দক্ষতার জায়গাগুলো নিয়ে কঠোর পরিশ্রম করে। আর এর জন্যই কেবল ক্যারিয়ারের প্রথম বছর নয়, লম্বা সময় ধরে সফলতা পাবে মুস্তাফিজ।’
মুস্তাফিজের সুবাদে বাংলাদেশ এখন কেবল আন্তর্জাতিক অঙ্গনে ম্যাচই জিতছে না; দলের মধ্যে এই বিশ্বাস জন্মেছে যে তারা ক্রিকেট বিশ্বেরই অন্যতম সেরা দল হতে পারবে। আর এর জন্য লক্ষণ কৃতিত্ব দিলেন বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ চান্দিকা হাতুরুসিংহেকে।
মুস্তাফিজ তার ছোট্ট ক্রিকেট জীবনে এখন অবধি কোন বড় শিরোপা জিততে পারেনি। আর এবার যদি সানরাইজার্স তাদের প্রথম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতে নিতে পারে, তাহলে অবশ্যই সেখানে বড় ভূমিকা রাখতে হবে মুস্তাফিজকে।
লক্ষণ যোগ করলেন, ‘যে কি না ক্যারিয়ারের একটা বছরও এখন পর্যন্ত ঠিক মত শেষ করতে পারেনি, তার কাছ থেকে এমন চৌকসতা সত্যি অভাবনীয় এক ব্যাপারে!’