১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পলাশবাড়ীতে আওয়ামী লীগ নেতাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন




পলাশবাড়ীতে আওয়ামী লীগ নেতাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৪ ২০২১, ১৭:৫৩ | 717 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার পলাশবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল কর্তৃক উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মোস্তফা মন্ডলের প্রাণনাশের হুমকির প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কিশোরগাড়ী ইউপি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে কাশিয়াবাড়ী বাজার রাস্তায় স্কুল এন্ড কলেজ গেটে দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার বিপুল সংখ্যক উৎসূক নারী-পুরুষসহ সর্বস্তরের জনমানুষ মানববন্ধনে অংশগ্রহন করেন।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে হত্যার হুমকিদাতা জিয়াউল হক জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আইনপ্রয়োগকারী সংস্থাসহ এলাকার সাংসদ অ্যাড. উম্মে কুলসুম স্মৃতির যথাযথ জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
অত্র ইউপির ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ইউপি প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মোস্তফা মন্ডল, ইউপি যুবলীগ সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, যুবলীগ নেতা জেনারুল ইসলাম ঠান্ডা, ইউপি ছাত্রলীগ আহবায়ক মাসুদ রানা, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিজানু রহমান স্বপন, সাবেক নেতা আসলাম প্রামানিক টুটুল, সাবেক সংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, জিয়াউর রহমান ও শ্রী জয়ন্ত সরকারসহ ইউপি আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বিগত ও বর্তমান সময়ের চিহিৃত সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপের হোতা বিএনপি নেতা জিয়াউল হক জুয়েলের দৃষ্ঠান্তমুলুক শাস্তির দাবী জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET