
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে অধিক জনসচেতনতায় শতভাগ মাস্ক নিশ্চিত করণে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সর্বস্তরের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) সকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে মাস্ক ও সাবান বিতরণ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আবু বকর প্রধান। এসময় উপজেলা আ’লীগ সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি অধ্যক্ষ ছাইফুলার রহমান তোতা চৌধুরী, আলী মোস্তফা রেজা গোলাপ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, বিআরডিবি’র চেয়ারম্যান আতোয়ার রহমান, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক শাহাজাহান শেখ, ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত, সাধারণ সম্পাদক হারুন-আর-রশিদ, শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন ঝুনু, উম্মে হানি, মৎস্যজীবি লীগ সভাপতি মনিরুজ্জামান সরকার রাসেল, বরিশাল ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক প্রভাষক শাহ্ শামীম আহম্মেদ ও কিশোরগাড়ী ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক আতোয়ার রহমানসহ আওয়ামীলীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পলাশবাড়ী পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেতৃবৃন্দ নিরাপদ দূরত্ব বজায় রেখে রিক্সা-ভ্যান, ইজিবাইক ও চলাচলরত অন্যান্য যানবাহন চালক, পথচারি ও সাধারণ মানুষের মাঝে এদিন দিনভর ৫ হাজার মাস্ক এবং ৫ হাজার পিস সাবান বিতরণ করা হয়।