গাইবান্ধার পলাশবাড়ীতে করোনাকালীন যানবাহন থেকে অবৈধ চাঁদা উত্তোলন কালে মোটর শ্রমিক সদস্য মহসিন আলীকে (৬০) হাতে নাতে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বিশ্বজুড়ে বৈশ্বিক করোনাভাইরাস দুঃসময় কালীন স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে অন্যান্যদিনের ন্যায় বৃহস্পতিবার (২৭ মে) সকালে পলাশবাড়ী মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ওই সদস্য যানবাহন থেকে চাঁদা উত্তোলন করছিল।
গোপন সূত্রে খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদের নির্দেশে এসআই সঞ্জয় কুমার, জসিম উদ্দিন ও এসআই হাসিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় কনস্টেবল অভিযান পরিচালনা করেন।
এসময় পৌর শহরের ঘোড়াঘাট সড়কে স্থানীয় সাব-রেজিস্টার কার্যালয় চত্বরে সিএনজি-ইজিবাইক স্ট্যান্ড পয়েন্ট থেকে অবৈধ চাঁদা উত্তোলনকালে মোটর শ্রমিক সদস্য মহসিনকে পুলিশ হাতে নাতে আটক করে।
থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহসিন আলী চাঁদা উত্তোলন বিষয়টির সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। পরে তাকে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়।
Please follow and like us: