
গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে প্রদর্শনী মেলা উদ্বোধন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুন) পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারী হাসপাতালের বাস্তবায়নে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রদশর্নী মেলা অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এরআগে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আলতাফ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন ও আনোয়ারা বেগম প্রমুখ। পরে অতিথিবৃন্দ প্রদর্শনী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। শেষে শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরস্কারসহ সম্মননা সনদ হাতে তুলে দেয়া হয়। এছাড়াও ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এক্সিভিশন এবং খামারীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।