২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে সার্বজনীন জনস্বার্থে গণসংযোগ ও অগ্নিনির্বাপক সম্পর্কিত উন্মুক্ত অগ্নিমহরা




পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে সার্বজনীন জনস্বার্থে গণসংযোগ ও অগ্নিনির্বাপক সম্পর্কিত উন্মুক্ত অগ্নিমহরা

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৭ ২০২১, ১৭:৫৫ | 952 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার পলাশবাড়ীতে সদ্য পদযাত্রার শুরুতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে সার্বজনীন জনস্বার্থে গণসংযোগ এবং ভ্রাম্যমান অগ্নিমহরা করা হয়েছে।
রোববার (২৭ জুন) উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং পয়েন্টে উন্মুক্ত জনসম্মুখে গণসংযোগ ছাড়াও কাশিয়াবাড়ী বাজারে অগ্নিনির্বাপক সম্পর্কিত অগ্নিমহরা অব্যাহত রেখেছেন পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। স্টেশন অফিসার সাঈদ মো. ইমরানের নেতৃত্বে ফায়ার সার্ভিস ইউনিট সংশ্লিষ্টদের সমন্বয়ে সাঁজোয়া যানবাহনসহ সুসজ্জিত টীম শহরের জনসমাগম স্থানে এসব প্রদর্শন করছেন।
এসময় টায়ার এবং একটি গ্যাস সিলিন্ডারের সাহায্যে প্রজ্বলিত অগ্নিশিখার জলন্ত আগুনের লেলিহান শিখা পদ্ধতিগত কিভাবে নিয়ন্ত্রণসহ নিভানো যায় তা প্রদর্শন করা হয়। স্থানীয় সচেতন উৎসূক জনমানুষ একত্রিত হয়ে তা অবলোকন করেন।
একটি আকস্মিক কিংবা ঘটনার আকস্মিকতায় অথবা যে কোনো সূত্রপাতে সৃষ্ট অগ্নিকান্ড কিভাবে নিভানো সম্ভব তা সরাসরি প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোয়ানরা এসময় সড়ক-মহাসড়কে সড়ক দূর্ঘটনা, ব্যবসা প্রতিষ্ঠান ও কলকারখানা সমূহে অগ্নি দূর্ঘটনা ছাড়াও এসংক্রান্ত কাজ নির্বিঘœ করতে এলাকার সচেতন মহলসহ সর্বস্তরের সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET