
নুরনবী সানী, নরসিংদী প্রতিনিধিঃ- নরসিংদীর পলাশ উপজেলায় যুবলীগের নেতাকর্মীদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে পলাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি ও পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবীর মৃধা, সাংগঠনিক সম্পাদক কারিউল্লাহ সরকার, পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল-মুজাহিদ হোসেন তুষার, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি শরিফুল হক, সাধারণ সম্পাদক এস এম শফি, মহিলা আওয়ামীলীগের সভাপতি আফরোজা দিলিপ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো: রাজন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত রোববার সন্ধ্যায় ঘোড়াশাল পৌরসভার কর্তেতৈল এলাকায় যুবলীগের নেতাকর্মীদের উপর হামলা চালায় জেলা জাসদের সভাপতি জায়েদুল কবীর ও তার নেতাকর্মীরা। এছাড়া জায়েদুল কবীর পিস্তল দিয়ে উপরের দিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। দ্রুত এই জাসদ নেতা জায়েদুল কবীরকে আটক না করা হলে পরবর্তীতে কঠিন আন্দোলনের হুশিয়ারী ঘোষণা করেন তারা।