মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকায় চোরাচালান প্রতিরোধ এক অভিযান চালায়
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় উন্নত মানের শাড়ি-কাপড় ও আতঁস বাজি উদ্ধার করেছে। যার সিজার লক্ষাধিক টাকা বলে বিজিবি জানান। পাঁচবিবি বিশেষ ক্যাম্প কমান্ডার হাবিলদার খয়বর হোসেন জানায়, বুধবার ভোর রাতে কয়েকজন চোরাকারবারি ভারতীয় কিছু পণ্য
সীমান্ত অতিক্রম করে রতনপুর মাঠ দিয়ে দেশে প্রবেশ করতে গেলে বিজিবির সদস্যর উপস্থিতি ঠের পেলে তা ফেলে পালিয়ে যায়। পরে উক্ত ভারতীয় পণ্য গুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে উদ্ধারকৃত পণ্য গুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।