মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ- জয়পুরহাটের পাঁচবিবিতে গলায় ফাঁস দিয়ে সাখাওয়াত (৪০)নামের এক যুবক আত্মহত্যা করেছে।সে বাগজানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদিউজ্জামানের ছেলে।গত কাল মঙ্গলবার দিবাগত রাতে পৌর এলাকায় পশ্চিম বালিঘাটা নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।এ
বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ফরিদ হোসেন জানান,
সাখাওয়াত মাদকাসক্ত ছিল। পরিবারের লোকজন সাখাওয়াতকে সংশোধনের জন্য ২/৩ বার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করায়। সেখান থেকে ফিরে এসে পুনরায় মাদক সেবনে জড়িয়ে পড়ে। মাদকের টাকা জোগাড় করতে সে পরিবারের লোকজনের সাথে প্রায় ঝগড়া বিবাদে লিপ্ত হত। গতকাল মঙ্গলবার রাতে শয়ন ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে সাখাওয়াত আত্মহত্যা করে। সকালে তার মেয়ে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা
ভেঙ্গে সাখাওয়াতের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে জয়পুরহাট মর্গে পাঠায়। এ ব্যাপারে পাঁচবিবি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।