এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়ায় কবি নজরুল ইসলাম খানের প্রকাশিত ২য় কাব্যগ্রন্থ নতুন পৃথিবীর মানচিত্র প্রসঙ্গে আলোচনা সভা শুক্রবার দিনব্যাপী পাঁজিয়া ডিগ্রী কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও প্রভাষক তাপস মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. মোঃ দুলাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁজিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, চুকরগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাশেম আলী ফকির, মধুসূদন একাডেমীর পরিচালক কবি খসরু পারভেজ, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস দে ও আবু শারাফ সাদেক কারিগরি কলেজের প্রভাষক কানাইলাল ভট্টাচার্য্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন পাঁজিয়ার কৃতি সন্তান কবি নজরুল ইসলাম খান। ্আলোচনায় অংশ নেন ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, কবি সুহৃত সরকার, পার্থ সারতি সরকার, ডা: কাদেরুজ্জামান, শিক্ষক মোতাহার হোসেন, কৃষিবিদ আনোয়ার হোসেন প্রমুখ।