৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




পাইকগাছায় কপোতাক্ষের চর দখল নিয়ে সংঘর্ষে আহত-৩

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০১৮, ২১:১৭ | 717 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পাইকগাছায় কপোতাক্ষের চরভরাটি জমির বিরোধপূর্ণ একটি মৎস্য ঘেরের দখলের ঘটনায় নদীর উভয় পারের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন, ফতেপুর ও গড়েরআবাদের মুরাদ হোসেন (২২),আব্দুর রহমান (৩৫) ও বাদশা গাজী (২৮) রক্তাক্ত জখম হলে প্রথমে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। রোববার সকালে চাঁদখালীর কাওয়ালী গ্রামের আব্দুর রাজ্জাক গাজীর ছেলে জালাল গাজী তার প্রতিপক্ষ সাতক্ষীরার আশাশুনি থানার বড়দল গ্রামের ১০/১২ জনের বিরুদ্ধে মামলাটি করেছেন। এ নিয়ে এলাকায় দু’পক্ষের চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় এনিয়ে সেখানে ঘটে যেতে পারে কোন বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষ।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাওয়ালী মৌজায় কপোতাক্ষের চরভরাটি ডিসি.আর সম্পত্তি নিয়ে নদের দু’পারের একাধিক ব্যক্তির মধ্যে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছে। এ নিয়ে আগেও একাধিকবার দখল-পাল্টা দখল,সংঘর্ষ ও মামলার ঘটনা ঘটেছিল। সর্বশেষ ১১ জানুয়ারি বিকেলে প্রতিপক্ষরা ঘেরটি দখল নেয়ার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জালাল গাজী বাদী হয়ে আশাশুণীর বড়দল গ্রামের ১০/১২ জনের বিরুদ্ধে রোববার পাইকগাছা থানায় একটি মামলা করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET