
পাইকগাছায় মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, নারী, শিশু নির্যাতন, ইভটিজিং, বাল্য বিবাহ ও চুরি ডাকাতি প্রতিরোধ মুলক আলোচনা সভায় মাদকসেবী তুহিন দাশ (২৫) ও চোর নুরুল ইসলাম তাওয়ালী (৪০) আত্মসমর্পণ করেছে। তাদের সাবলম্বী করতে স্থানীয় ইউপি চেয়ারম্যান দুটি ভ্যান প্রদান করেছে। বৃহস্পতিবার বিকালে রাডুলী ইউনিয়নে বোরহানপুর ষষ্ঠিতলা মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাড়–লী ক্যাম্প পুলিশের উদ্যোগে ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ গোলদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওসি এজাজ শফী। বিশেষ অতিথি ছিলেন, এএসআই গোলাম রসুল, উত্তম কুমার দাশ, শিমুল গাজী। বক্তব্য রাখেন, ইউপি সদস্য জাহান আলী গাজী, রেজাউল করিম, মফিজুল ইসলাম, পিযুষ কুমার দাশ, আব্দুল মজিদ শেখ, জি,এম সাইফুল ইসলাম, এস,এম, রাজিব আহম্মেদ, সরদার আবুল কালাম, রশিদ গোলদার ও ছাত্রলীগনেতা রাজু।