
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধি কল্যাণ ট্রাস্টের জমি দখলের অভিযোগ উঠেছে ফারুক হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ১৪ মে ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রজিত কুমার রায় বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার ঘোষাল মৌজায় সাবেক ১০৮ নং খতিয়ানের ৯/৩৬৮ দাগে মোট ২৯ শতক জমি রয়েছে। যার মধ্যে প্রতিবন্ধি ট্রাস্টের ৭ শতক জমি রয়েছে। উক্ত সম্পত্তির পশ্চিম পাশের অংশে ট্রাস্টের পরিচালনায় নির্মাণাধীন প্রতিবন্ধি কমিউনিটি কমপ্লেক্স ও সেবা কেন্দ্র রয়েছে। ট্রাস্টটি দীর্ঘ ১৮ বছর উপজেলার শিশু ও প্রতিবন্ধিদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ১৩ বছর যাবৎ ট্রাস্টের দখলিয় জায়গায় প্রতিবন্ধিদের বিভিন্ন প্রকার কার্যক্রম অব্যাহত রেখেছে। ট্রস্টের পূর্ব অংশ রাস্তা ও রাস্তার দুই ধারে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো রয়েছে। সম্প্রতি উপজেলার ঘোষাল গ্রামের মৃত বদর উদ্দীন গাজীর পুত্র মোঃ ফারুক হোসেন একই খতিয়ানের ১৯ শতক জমির মধ্যে ২ শতক জমি ক্রয় করে। এরপর জমি বিক্রেতা পরিতোষ রায় ও ট্রাস্টের কর্তৃপক্ষের সাথে কোন আলোচনা ছাড়াই জোর পূর্বক ট্রাস্টের দখলীয় নির্মাণাধীন কমপ্লেক্স ভবন ও জমি দখল করে বেড়া দিয়ে ঘিরে রেখেছে। এ ঘটনায় এলাকাবাসী বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।