
রাজবাড়ী জেলা প্রতিনিধি ::
মানুষের সাথে সৌদি আরবের ভিসার কথা বলে টাকা নেওয়াই তার পেশা । তেমনি অনেকেই আব্দুর রহমানের ক্ষপ্পরে পরে আজকে দৃশে হারা
বিভিন্ন ভিসার কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে সৌদি আরব প্রবাসী মোঃ আব্দুর রহমান , বর্তমানে সৌদি আরবের ভিসার কথা শুনলে বাংলাদেশের মানুষ পাগল হয়ে যায় , তেমনি এই সুযোগে মোঃ আব্দুর রহমান , হাতিয়ে নিচ্ছে লাক্ষ লাক্ষ টাকা । মোঃ আব্দুর রহমান এর বাড়ি কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরচিলকা গ্রামের , আত্তাফা আলী মৃধার ছেলে । মোঃ আব্দুর রহমান ১১-১৩ বছর যাবত্ সৌদি আরব করছেন । এ পর্যন্ত সে দুইজনের কাছ থেকে ১৫ লাক্ষ টাকা হাতিয়ে নিয়েছে – বর্তমানে তার আরো টার্গেট রয়েছে ।
রাজবাড়ী জেলা প্রতিনিধি – সাংবাদিক রাশেদ খান মিলনের ৬ লাক্ষ টাকা ভিসার কথা বলে হাতিয়ে নিয়েছে সে । সাংবাদিক রাশেদ খান মিলন পাঁচ মাস পরে মোঃ আব্দুর রহমান এর কাছে মোবাইলে কথা বলে টাকা চাইতে গেলে বিভিন্ন ভয় দেখায় এবং কি এক পর্যায়ে সাংবাদিক রাশেদ খান মিলন কে সন্ত্রাস দিয়ে মেরে ফেলার হুমকি দেয় আব্দুর রহমান ।
মোঃ আব্দুর রহমান এর বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ আছে এবং কি তার পরিবারের মা-বাবার ও ভাই বোন দের ও , আব্দুর রহমান তার মা বাবা এবং কি বোন দের কাছ থেকেও সম্পত্তি জোর করে হাতিয়ে নিয়েছে । এমনটা ক্ষোভ জানালেন তার পরিবার ও ভাই বোন ।
এই মোঃ আব্দুর রহমানের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন , সাংবাদিক রাশেদ খান মিলন এবং তার এলাকাবাসী ।