
নয়া আলো ডেস্ক- ভারতের বিরোধিতার মুখে ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে। এর ফলে সার্কের ভবিষ্যতই শঙ্কায় পড়ে গেছে। এমন এক পরিস্থিতিতে পাকিস্তান নতুন এক উদ্যোগ গ্রহণ করেছে। তা হলো বৃহত্তর ‘সাউথ এশিয়ান কাউন্সিল’ গঠন। এতে চীন, ইরান, পাকিস্তান ছাড়াও আরো কয়েকটি দেশ থাকবে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বুধবার পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’-এ প্রকাশিত খবর অনুযায়ী, গত সপ্তাহে পাঁচ দিনের দফরে নিউ ইয়র্কে যায় পাকিস্তানের একটি প্রতিনিধিদল। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তানি সেনেটর মুশাহিদ হুসেন সৈয়দ বলেন, ‘ইতিমধ্যেই গ্রেটার সাউথ এশিয়া তৈরি হচ্ছে। তার মধ্যে থাকবে চীন, ইরান।’ এর মধ্যে ভারতকেও যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এই জোট আরো শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।