এস এম হাদিউজ্জামান, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:- পাটকেলঘাটার স্বনামধন্য ট্রাক ড্রাইভার আবুল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার বিকাল ৪টায় পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ রোডস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি…..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল(৫৭)বছর। ড্রাইভার আবুল হোসেন জুজখোলা গ্রামের মৃত জোহর আলীর পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ রাত ৯টায় পাটকেলঘাটা সিদ্দিকীয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল বিশ্বাস জানান।