নজরুল ইসলাম চৌধুরীঃ
বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১ টায় ছাগলনাইয়া উপজেলাধীন পাঠাননগর ঘোষাল হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ বুলবুল’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। প্রধান অতিথির বক্তব্যে সোহেল চৌধুরী শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, এ স্কুলের অভিভাবকদের অনেকেই আছেন যারা নিজে না খেয়ে তাদের সন্তানদের মুখে খাবার তুলে দিয়ে স্কুলে পাঠান। সেই সকল অভিভাবকদের ছেলে মেয়েদের আপনারা নিজের সন্তানের মতো আদর ভালোবাসা দিয়ে পড়াবেন। নৈতিক শিক্ষায় অশিক্ষিত করে তাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন। প্রধান শিক্ষক মোঃ ছানা উল্যাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল। এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us: