অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানিয়ে বিদ্যার দেবীর আরাধনায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা।হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এ উৎসবে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। আবহমান বাঙালির অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে হিন্দুদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী মানুষও উৎসবে যোগ দিচ্ছেন। প্রতিটি পূজামণ্ডপের বাণী অর্চণায় সমবেত হচ্ছে নানা সাজে সজ্জিত নারী, পুরুষ, আবাল- বৃদ্ধ- বনিতা।
এ উপলক্ষে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বাগেরহাট জেলা সদরের বি এস সি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও ভক্তগণ বিএসসি সার্বজনীন দূর্গা মন্দিরে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। বিদ্যালয় ও মন্দির কমিটির পক্ষ থেকে প্রসাদ বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জার আয়োজন করা হয়। সুন্দর পরিবেশে সকলের সহায়তায় সরস্বতী পূজা উদযাপন হচ্ছে বলে জানিয়েছেন বিএসসি মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্য হাওলাদার আসাদুজ্জামান রিপন।
সার্বক্ষণিক উপস্থিত ও সার্বিক সহায়তায় রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শামীম হাসান, সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সভাপতি রসময় অধিকারী, বিএসসি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোকেশ পাল, পশ্চিম সায়েড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা সুশীল অধিকারী, সাবেক প্রধান শিক্ষক অজিত কুমার মিস্ত্রি, শিক্ষক জীবন দাস, মৃদুলা মল্লিক, ধৃতি হালদার, মন্জু রানী দাস, লেলিন তরফদার, সৈয়দ মুকিতুল ইসলাম প্রমুখ।
Please follow and like us: