আর কে আকাশ, বাংলার মুখ:
পাবনা জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুর রব বগা মিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লস্করপুর আব্দুর রব (বগা মিয়া) প্রাথমিক বিদ্যালয়ে বাদ জোহর ও চাঁপা মসজিদে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজিত মিলাদ মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন মরহুম আব্দুর রব বগা মিয়ার সুযোগ্য ছেলে বিশিষ্ট সমাজ সেবক মোস্তাক আহমেদ সুইট।
এসময় মরহুম আব্দুর রব বগা মিয়ার কন্যা মাহমুদা ইউসুফ, জাকিয়া জাহাঙ্গীর, নীলমন গ্যালারির সঞ্চালক শেখ মোহাম্মদ সুমন, বীর মুক্তিযোদ্ধা মো. মহসীন আলী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফ প্রাং, ৭নং ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল হাসান রবিন, লস্করপুর আব্দুর রব (বগা মিয়া) প্রাথমিক বিদ্যালয়ের পরিচালক মুরাদ শেখ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ আক্তার, ইমরোজ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন জাকিয়া খান জামে মসজিদের ইমাম আলাহাজ¦ মো. মকছেদ আলী।