আর কে আকাশ, বাংলার মুখ :
দেশের বীর মুক্তিযোদ্ধাদের ৩০% কোটা বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড পাবনা জেলা, সদর উপজেলা ও পৌর শাখাসহ পাবনা জেলার বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। বেলা সাড়ে ১১টায় শহরের আব্দুল হামিদ রোডের মুক্তিযোদ্ধা সংসদের সামনে মানববন্ধন চলাকালে মুক্তিযোদ্ধাদের ৩০% কোটা বহাল রাখার দাবিতে বক্তব্য দেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার (১) বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, ডেপুটি কমান্ডার (২) আব্দুল লতিফ সেলিম, আতাউর রহমান আফতাব, তরিকুল আলম নিলু, মো. আজিজুল হক, আবুল খায়ের বিশ^াস, সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম বিশ্বাস, হাবিবুর রহমান রঞ্জু, সাবেক পৌর কমান্ডার আব্দুল জলিল শেখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেওয়ান ওমর ফারুক, মঞ্জু রহমান, শহিদুল ইসলাম, আব্দুল মুন্নাফ, মহররম আলী, আবুল হোসেন, রুস্তম আলী, আব্দুস সামাদ, ইশারত আলী জিন্না, আমজাদ হোসেনসহ জেলা, উপজেলা ও পৌর বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব বলেন, রীট করে আমাদের দেশ স্বাধীন হয় নাই, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। পাকিস্থান আমলে আমাদের দেশের ১০% সরকারি চাকরি হতো না, এখন শতভাগ সরকারি চাকুরী পায়। মুক্তিযোদ্ধাদের কারণে ৯০% সরকারি চাকুরী পাচ্ছে, সেখানে আমাদের ৩০% কোটা বেশি নয়। আমরা কোটার বিরোধীতাকারীদের তীব্র নিন্দা জানাচ্ছি।
সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম বিশ্বাস বলেন, চাকরি ক্ষেত্রে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। যারা কোটা পদ্ধতির বিরোধীতা করে তারা এ দেশের শত্রু, তারা স্বাধীনতা বিরোধী পাকিস্থানি প্রেতাত্মা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।