পাবনার পৌর এলাকার কাচারী পাড়ায় আরিফুল ইসলাম সাগর (২২) নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম সাগর মৃত আব্দুল হামিদের ছেলে।
স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে দুর্বৃত্তরা সাগরকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।
Please follow and like us: