আর কে আকাশ,পাবনা প্রতিনিধিঃ- পাবনা জেলা ছাত্রলীগের সম্মেলন ২১শে জানুয়ারী রবিবার অনুষ্ঠিত হবে। জেলার নেতৃত্বকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিন্ধান্ত মোতাবেক জেলা শাখার সম্মেলনের সকল ধরনের প্রস্তুতি গ্রহণ ও সফলভাবে সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।
ছাত্রলীগ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শিবলী সাদিক এই তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন স্বাক্ষরিত (২১শে জানুয়ারী রবিবার সম্মেলন সফলভাবে সম্পন্ন করার) নির্দেশক্রমা পেয়েছি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা সম্মেলনের সকল ধরনের প্রস্তুতি গ্রহণ ও সফলভাবে সম্পন্ন করার জন্য কাজ শুরু করেছি।