
গীতিগমন চন্দ্র রায় ঠাকুরগাঁও প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সোমবার সকালে পীরগঞ্জ উপজেলার সভাকক্ষে প্রোমোশন অব রাইটস অব এ্যাথনিক মাইনোরিটি অ্যান্ড দলিত ফর ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম (প্রেমদীপ) প্রকল্পের আওতায় ইএসডিও সহযোগিতায় পীরগঞ্জ উপজেলা সভাকক্ষে আদিবাসীদের বাস্তুভিটা রক্ষা ও ভূমিহীনদের পুনর্বাসন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল খন্দকার, এসিল্যান্ড মোঃ সারওয়ার মোর্শেদ, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আখতারুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিকবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের লোকজন রাজনৈতিকবৃন্দ বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা ও পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি গীতিগমন চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।