
নয়া আলো ডেস্কঃ- পীরগঞ্জে এক এইচএসসি পরীক্ষার্থীনী তার বিয়ের দাবীতে প্রধান শিক্ষক মনিরুল ইসলাম সাবুর বাড়ীতে অবস্থান করায় তাকে বেদম মারপিট করা হয়েছে। শনিবার সকালে উপজেলার জামদানী গ্রামে ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় শত শত উৎসুক মানুষ প্রধান শিক্ষকের বাড়ীতে ভীড় জমিয়েছে।
গ্রামবাসী, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার রামনাথপুর ইউনিয়নের জামদানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম সাবু।
তিনি প্রায় ৩ বছর ধরে একই গ্রামের বাসিন্দা তার আপন মামাতো শালিকাকে বিয়ের প্রলোভন দিয়ে শারিরীক সম্পর্ক করে আসছে। ধাপেরহাট মনিকৃষ্ণসেন ডিগ্রি কলেজ থেকে ওই ছাত্রী এবারে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। সম্প্রতি ওই প্রধান শিক্ষকের শ্যালক ফিরোজ মিয়া পটলের জমিতে আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক (দুলা ভাই) এবং ওই পরীক্ষার্থীনীকে হাতেনাতে আটক করে মারপিট করে।
এ ঘটনায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে উঠলে শনিবার সকালে ওই পরীক্ষার্থীনীকে তার পরিবারের লোকজন বাড়ী থেকে বের করে দিলে সে বিয়ের দাবীতে প্রধান শিক্ষক সাবুর বাড়ীতে অবস্থান নেয়।
এ সময় প্রধান শিক্ষক, তার স্ত্রী শেফালী বেগম, ভগ্নিপতি, বোনসহ কয়েকজন বেদম মারপিট করে। রিপোর্টে লেখা পর্যন্ত বিয়ের দাবীতেই প্রধান শিক্ষকের বাড়ীতে অবস্থান করছিল ওই ছাত্রী।
প্রলোভনের শিকার ছাত্রী জানায়, এসএসসি`র আগ থেকেই সে (প্রধান শিক্ষক-দুলা ভাই) আমাকে বিয়ের আশ্বাস দিয়ে শারিরীক সম্পর্ক করে আসছে। সম্প্রতি আমাদেরকে আপত্তিকর অবস্থায় ফিরোজ আটক করে।
প্রধান শিক্ষক সাবু মোবাইলে বলেন, এটি ষড়যন্ত্র। উপজেলা শিক্ষা কর্মকর্তা জোবায়দা রওশন জাহান বলেন, ওই শিক্ষকের ব্যাপারে শুনেছি। শনিবার স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়েছে, সেটিও এলাকাবাসী আমাকে জানিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ইউএনও কমল কুমার ঘোষ বলেন, বিষয়টি শুনেছি। সামাজিকভাবে নিষ্পত্তি না হলে ওই পরীক্ষার্থীনী আইনের আশ্রয় নিতে পারবে।