
গীতি গমন চন্দ্র রায়॥ পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অসহায় পরিবারে মাঝে এবং ক্ষুদ্র জাতি সত্বা নৃগোষ্ঠী- সম্প্রদায় ভুক্ত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে পীরগঞ্জ উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে পৃথক ভাবে ৪২ জনের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। শেখ হাসিনার অবদান, উন্নয়নশীল দেশে যোগদান এ প্রতিপাদ্য নিয়ে গত মঙ্গলবার দুপুরে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কার্যলয় প্রাঙ্গনে সেবা বুথ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া। পরে ৬ জন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্, সমাজ সেবা অফিসার আব্দুর রহিম। পরে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ এর সভপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সমাজ সেবা অফিসার আব্দুর রহিম, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম প্রমুখ। শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রাকৃতিক দুর্যোগের পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন।