রাজশাহীর পুঠিয়ায় টাপেন্টাডল ট্যাবলেট-সহ ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (৮ মার্চ) রাতে পুঠিয়া থানাধীন শিবপুর হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ মারুফুর রহমান ওরফে মারুফ (২৩), সে রাজশাহীর পুঠিয়া থানার শিবপুর হাট এলাকার মোকছেদের ছেলে, মোঃ রাকিবুল হাসান (২২), একই এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে ও মোঃ মারুফ (২২) সে মোঃ মজিবুল ইসলামের ছেলে।
শনিবার (৯ মার্চ) দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পুঠিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।