রাজশাহীর পুঠিয়ায় বিপুল পরিমান চোলাইমদ-সহ ৪জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টায় রাজশাহীর পুঠিয়া থানাধীন পুঠিয়া কৃষ্ণপুর আদিবাসী পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০৫ লিটার চোলাইমদ-সহ চোলাইমদ তৈরীর ব্যাহৃত মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: সুরেশ সর্দ্দার (৫২), সে পুঠিয়া থানাধীন পুঠিয়া কৃষ্ণপুর আদিবাসী পাড়া গ্রামের মৃত ভরত সর্দ্দারের ছেলে, গনেশ সর্দ্দার (৫০), সে একই গ্রামের মৃত মুক্তি সর্দারের ছেলে, কার্তিক সর্দ্দার (৪৫), সে নিবারন সর্দ্দারের ছেলে ও দীপক সর্দ্দার (২৮), সে জ্যোতিশ সর্দ্দারের ছেলে।
শনিবার (১০ ফেব্রুয়ারী) র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায় গ্রেফতারকৃতরা স্বিকার করে বলে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিμয়সহ বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত বিμয় করে আসছে।
এ ব্যপারে তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদক আইনে মামলা দগায়ের করা হয়েছে।