রাজশাহীর পুঠিয়ায় ২টি ওয়ান শুটারগান-সহ মোঃ শাকিব (৩২) নামের এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ৭টায় পুঠিয়া থানাধীন শিবপুর হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
গ্রেফতার মোঃ শাকিব (৩২), সে রাজশাহীর চারঘাট থানার হলিদাগাছী এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে।
শনিবার র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এ ব্যপারে গ্রেফতার শাকিবের বিরুদ্ধে পুঠিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us: