
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় এস্কেভেটর উল্টে লাবলু মোল্লা (৪৭) নামের এক চালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সরগাছির উরাপিতলা নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত এস্কেভেটর চালক হলেন,নড়াইল জেলা সদরের সুবারগো এলাকার নুর মোল্লার ছেলে। সে জেকের আলীর জে.কে ব্রিকস ইট ভাটার এস্কেভেটর চালক ছিলেন। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে জে কে ব্রিকস ইটভাটার মাটি সংরক্ষন করতে লাবলু মোল্লা একাই এস্কেভেটর নিয়ে সরগাছির উত্তর পাড়ায় যায়। সেখানে অসাবধানতা বসত এস্কেভেটরের চাকা একটি ক্যানেলের মধ্যে পড়ে গেলে এস্কেভেটরটি এসময় উল্টে লাবলু মোল্লা বুকের ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরে খবর পেয়ে পুঠিয়া উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাকে এস্কেভেটের নিচ থেকে উদ্ধার করেন। এবং পরে লাশটি পুঠিয়া থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়। এবং পরে লাশের ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। এবং ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়। এবিষয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান জানান এব্যপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আর লাশটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে