নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক অজ্ঞাত মহিলা নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের জিউপাড়া ইউনিয়নের সেনভাগ নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। পবা হইওয়ে ফাড়ির ইনচার্জ এসআই হাবিবুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার সেনভাগ নামক স্থানে দ্রুত গামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক অজ্ঞাত মহিলা (৫০) নিহত হয়েছে। ট্রাকটি তাকে চাপা দিয়ে ঘটনাস্থ থেকে দ্রুত পালিয়ে যায়। পরে লাশটি উদ্ধার করা হয়েছে। এবং উপজেলার কাজিপাড়া কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার নাম পরিচয় পাওয়ায় যায়নি। এব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমানা ভুইয়া জানান, হাইওয়ে পুলিশ মামলা দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।