
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ট্রাকচাপায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষাথীরা। পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন পরীক্ষার্থীদের সহপাঠী ও অভিভাবকরা। এ সময় বিক্ষোভকারীরা পুঠিয়া হাই স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র বানেশ্বর থেকে প্রত্যাহার করার দাবি জানান। প্রায় ঘন্টাব্যাপী অবরোধের কারণে ঢাকা-রাজশাহী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে সড়িয়ে দেয়। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান জানান, এর আগে দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত হন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তারাপুরের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-পুঠিয়া বাজার এলাকার রাকিব (১৬),মোস্তাফিজুর (১৬) এবং তার বাবা সেনা সার্জেন্ট আব্দুল মোমিন (৪০)। নিহত শিক্ষার্থীরা পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তাদের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ওসি সায়েদুর আরো জানান, সকালে পুঠিয়া সদর থেকে একটি মোটরসাইকেলে চোড়ে ওই তিনজন উপজেলার বানেশ্বরে একটি পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। এসময় তারাপুরে একটি অটোরিকশাকে অভারটেক করার সময় ট্রাকের ধাক্কার তিন মোটরসাইকেল আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রাবিক ও মোস্তাফিজুর নিহত হন। পরে পুলিশ ও দমকল কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে পুঠিয়া হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর মারা যান মোস্তাফিজুর রহমানের বাবা আব্দুল মোমিন। তাদের এই অকাল মৃত্যুতে এলাকা শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে নিহতদের লাশ রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালের মর্গে রয়েছে।