বামনা বরগুনা সংবাদদাতা ঃ
বরগুনার বামনা খোলপটুয়ায় গত শনিবার সকাল ১০ঘটিকায় প্রবাসী পুত্রের স্তী সাহনাজ ভাড়াটিয়া গুন্ডা বাহিনী নিয়া শশুরের বাগান বাড়ি দখল ও শাশুরীকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার বিবরনে যানাজায় অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ সুলতান আহম্মেদ তার পুত্র ছিদ্দিককে ২০০৮ সালে পেনশনের পাঁচলক্ষ টাকা দিয়ে সৌদি আরব পাঠায় এবং তার নামে শিশু বয়সে জমিও রেখেদেয় । সেই জমিতে সুলতান আহম্মেদ বাগান করে ভোগ দখল করতেছে কিন্ত গতকাল তার পুত্র বধু ভাড়াটিয়া গুন্ডা বাহিনী নিয়া জবর দখল করে । কিন্ত যে পাঁচ লক্ষ টাকা দিয়ে বিদেশ পাঠিয়ে ছিল সে টাকা ফেরৎ দেয়ার কথা থাকলেও তাহা না দিয়ে তার পিতাকে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন তার পিতা। তার পিতা আরো জানান তার সম্পত্তিতে অনধিকার প্রবেশ করিয়া সেখানে শাহনাজ বেগম ও তার ভাড়াটিয়া গুন্ডা বহিনী দুলাল মল্লিক ,আলি আহম্মদ মল্লিক ,মুনসুর আলি সহ কয়েক জন এসে তাহার জমির গাছ কেটে নিয়ে যায় এবং সেখানের জমি জবর দখল করে তাদের বসদ ঘড় তৈরী করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এব্যপারে বামনা থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি। বামনা থানা পুলিশ জানান এব্যপারে একটি অভিযোগ পেয়েছি তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।