নয়া আলো ডেস্ক- বাংলাদেশে একের পর এক হিন্দু ধর্মাবলম্বী ও পুরোহিত খুনের বিষয়ে উদ্বেগ জানিয়েছে ভারতের সন্ত সমাজ। আজ রোববার বিকেলে পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বাগুইআটির রঘুনাথপুরে শ্রী পঞ্চায়েতী আখড়া মহানির্বাণীর উদ্যোগে পুরোহিত হত্যার প্রতিবাদে এক ধর্মসভার আয়োজন করা হয়।
ওই ধর্মসভায় বাংলাদেশে এক শ্রেণির দুস্কৃতকারীরা যেভাবে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার চালাচ্ছে ও নৃশংসভাবে খুন করছে তার নিন্দা করেন সাধু সন্ন্যাসীরা। তাঁরা বলেন, ভারতের মাটিতে যেভাবে বিভিন্ন ধর্মের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা সুরক্ষিত আছে সেইভাবে বংলাদেশে সব ধর্মের মানুষের অধিকার সুরক্ষিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের।
বাংলাদেশের মাটিতে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের ঘটনা ভারতের মানুষের মনের মধ্যে দাগ কেটেছে বলেও উল্লেখ করেন সাধু সন্তরা। তাঁরা বলেন, সম্প্রতি বাংলাদেশের খুনের ঘটনায় দায় স্বীকার করেছে আইএস (ইসলামিক স্টেট)। যা ভারতেও উদ্বেগের সৃষ্টি করেছে।
সাধু-সন্যাসীদের পক্ষে পশ্চিমবঙ্গের মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজী মহারাজ বাংলাদেশের বুকে ঘটে চলা অবাঞ্চিত ঘটনার রেশ যাতে কোনোভাবেই ভারতে আছড়ে না পড়ে এজন্য সবাইকে সজাগ থাকতে আহ্বান জানান। পাশাপাশি, মৌলবাদ যাতে ভারতের মাটিতে থাবা বসাতে না পারে সেই বিষয়ে সাধু সন্তদের অগ্রণী ভূমিকা নেওয়ার কথা উল্লেখ করেন তিনি ।
উল্লেখ্য, ভারতে উজ্জয়নীর কুম্ভমেলায় পশ্চিমবঙ্গের মহামণ্ডলেশ্বর নির্বাচিত হয়েছেন এই পরমাত্মানন্দজী মহারাজ। সন্ত সমাজের বিচারে এবারের পরমহংস নির্বাচিত করা হয়েছে তাঁকে। এদিন এই সন্ত সমাজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্যাপীঠের ব্রহ্মচারী মুরালভাই, বরানগরের বিধায়ক তাপস রায়সহ অন্যরা।