ষ্টাফ রিপোর্টার:
কুমিল্লায় কেন্দ্র দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশ ওসি ও মেম্বার প্রার্থী(ফুটবল প্রতীক)’র লোকজনের লাঠির আঘাতে আহত হলেন সাংবাদিক ইকবাল হোসেন সুমন। আহত ইকবাল হোসেন জানান, কুমিল্লা ২নং দূর্গাপুর ইউনিয়নের আলেকজান মেমোরিয়াল হাই স্কুল কেন্দ্রে আজ শনিবার বিকেল ৩টায় মেম্বার প্রার্থী(ফুটবল মার্কা)’র লোকজন কেন্দ্র দখল করে ফুটবল মার্কায় সিল মারার সময় ভিডিও নিউজ সংগ্রহ করতে গেলে দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সাংবাদিক ইকবাল হোসেন সুমনকে পুলিশ ওসি ফয়সাল সহ ফুটবল মার্কার লোকজন তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে এবং তার ক্যামেরা ভাঙচুর করে। বর্তমানে সে নগরীর শাসনগাছাস্থ মীম হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।